Wednesday, May 29, 2024

সেকশন

English
Dhaka Tribune

নরসিংদীতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়ালো

রবিবার (১৪ জুন) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেন

আপডেট : ১৪ জুন ২০২০, ১১:৩০ এএম

নরসিংদীতে নতুন করে আরও ৪১ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে ৪১ জন নিয়ে নরসিংদী জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০৩১ জনে।

রবিবার (১৪ জুন) নরসিংদীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, গত ৮ জুন ১০৭টি নমুনা পরীক্ষার জন্য পাঠানো হলে ৪১ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়। নতুন আক্রান্ত ৪১ জনের ২৩ জন সদর উপজেলার, ০৭ জন পলাশ উপজেলার, ০৬ জন মনোহরদী উপজেলার ও ০৫ জন শিবপুর উপজেলার।

এরমধ্যে নরসিংদী সদর উপজেলায় ৭১৫ জন, পলাশে ৯১ জন, শিবপুরে ৭২ জন, রায়পুরাতে ৬৫ জন, বেলাবোতে ৫৪ জন ও মনোহরদীতে ৩৪ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে এখন পর্যন্ত জেলায় হোম আইসোলেশনে আছেন ৬২৬ জন, হাসপাতাল আইসোলেশনে আছেন ৪০ জন, আইসোলেশন মুক্ত হয়েছেন ৩৫০ জন।  

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ১৫ জন, এরমধ্যে নরসিংদী সদরে ০৯ জন, পলাশে ০১ জন, বেলাব উপজেলায় ০২ জন, রায়পুরায় ০২ জন ও মনোহরদীতে ০১ জন।

About

Popular Links