করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন রাজধানীর বিআরবি হাসপাতালের আইসিইউ বিভাগের প্রধান ডা. সাজ্জাদ হোসেন।
শনিবার (১৩ জুন) রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। গত ১৪ দিন ধরে ঢামেকের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন ডা. সাজ্জাদ ।
বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের (বিএমএ) প্রেসিডেন্ট ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া চিকিৎসকদের মধ্যে তিনি ৩৪তম।”
তিনি আরও বলেন, “চিকিৎসক, পুলিশ ও সাধারণ মানুষ কেউই করোনাভাইরাস থেকে নিরাপদে নেই।” এসময় তিনি সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার জন্যও অনুরোধ জানান।
এদিকে, গত বৃহস্পতিবার ডা. সাজ্জাদের স্ত্রীর করোনাভাইরাস পজিটিভ আসে। বর্তমানে তিনি ঢামেকে চিকিৎসাধীন আছেন। এরআগে, স্কয়ার হাসপাতালের আইসিইউ প্রধানও করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা যান।