Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজবাড়ীতে ট্রাক-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪, আহত ৩

রবিবার (১৪ জুন) সকাল সোয়া ১০ টার দিকে এ ঘটনা ঘটে

আপডেট : ১৪ জুন ২০২০, ০২:৩০ পিএম

রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর ছোট ব্রীজ এলাকায় রডবোঝাই ট্রাক ও প্রাইভেটকারের সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

রবিবার (১৪ জুন) সকাল সোয়া ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, প্রাইভেটকার যাত্রী মেহেরপুর জেলার মজিবনগর থানার বল্লভপুর গ্রামের বিপুল বিশ্বাসের স্ত্রী সুব্রতা মেরী (৩২), ছেলে লিজান বিশ্বাস (৬),শ্যালক শ্যামল মন্ডল (২৮) ও ট্রাকের হেলপার সোহেল (২০)।

রাজবাড়ী ফায়ার সাভির্স ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মো. রবিউল ইসলাম জানান, রবিবার সকাল ১০ টার দিকে ঢাকা থেকে ফরিদপুরগামী বড বোঝাই ট্রাকের সাথে মজিবনগর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাইভেটকারের ৩ জন ও ট্রাকটি হেলপার মারা যায়। আহত ৩ জনকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ আহলাদীপুর হাইওয়ে পুলিশের কাছে হস্থান্তর করা হয়েছে।

আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

 

 

 

 

   

About

Popular Links

x