Wednesday, June 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

গৃহবধূকে অপহরণ করে নৌকায় নিয়ে গণধর্ষণ, মূল আসামি গ্রেফতার

গৃহবধূকে গণধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়

আপডেট : ১৪ জুন ২০২০, ১১:০০ পিএম

হবিগঞ্জের বানিয়াচঙ্গ উপজেলায় গৃহবধূকে গণধর্ষণ করে ভিডিও ধারণ মামলার মূল অভিযুক্ত আব্দুল হান্নানকে (২৯) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। রবিবার (১৪ জুন) ভোরে তাকে সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়।

হবিগঞ্জ পিবিআই’র পরিদর্শক মোক্তাদির হোসেন জানান, ২০১৯ সালের ২১ জুলাই জেলার বানিয়াচং উপজেলার এক গৃহবধূকে একই গ্রামের আব্দুল হান্নানসহ কয়েকজন অপহরণ করে নৌকায় করে হাওরে নিয়ে যান। সেখানে গৃহবধূকে গণধর্ষণ করে ভিডিও ধারণ করা হয়।

এ ঘটনার পর ওই নারী বাদী হয়ে চারজনের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করেন। এরপর থেকেই অভিযুক্তরা পালিয়ে যান। তিন মাস আগে মামলাটি বানিয়াচং থেকে পিবিআইকে হস্তান্তর করা হয়।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে পিবিআই পুলিশ সুনামগঞ্জ শহরে অভিযান চালিয়ে হান্নাঙ্কে গ্রেফতার করে। এ ঘটনায় অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।


 

   
Banner

About

Popular Links

x