সোমবার (১৫ জুন) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮ লাখ ৯৩ হাজার ৭০০ জনে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, প্রাণঘাতী এ ভাইরাসে এ পর্যন্ত মারা গেছেন ৪ লাখ ৩২ হাজার ৯২২ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৩৭ লাখেরও বেশি মানুষ।
করোনাভাইরাসে যুক্তরাষ্ট্রে সর্বোচ্চ ২০ লাখেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে সোমবার পর্যন্ত ১ লাখ ১৫ হাজার ৭৩২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
এছাড়া ব্রাজিলে দ্বিতীয় সর্বোচ্চ প্রায় ৯ লাখ মানুষ করোনাভাইরাস সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন ৪৩ হাজার ৩৩২ জন।
কোভিড-১৯ আক্রান্তের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে রাশিয়া। এরপরই রয়েছে ভারত, যুক্তরাজ্য এবং স্পেন।
যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পর করোনাভাইরাসে মৃতের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৭৮৩ জনে।
এ দিকে, চীনা স্বাস্থ্য কর্তৃপক্ষ সোমবার জানিয়েছে যে দেশটিতে রবিবার নতুন করে আবারও ৪৯ জনের শরীরে করোনার উপস্থিতি শনাক্ত হয়েছে, যার মধ্যে ৩৯ জন স্থানীয়ভাবে সংক্রমিত হয়েছেন। তবে সেখানে নতুন কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
গত বছরের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এ পর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।