কুড়িগ্রাম জেলা জজ আদালতের ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক (যুগ্ম জেলা ও দায়রা জজ) তৈয়ব আলী এবং জেলা পুলিশের নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) লুৎফর রহমান করোনাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার (১৫ জুন) পাওয়া প্রতিবেদনে তাদের শরীরে করোনাভাইরাস সংক্রমণ থাকার বিষয়টি নিশ্চিত হয় বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান।
পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্রাহাম লিংকন বলেন, ‘‘ল্যান্ড সার্ভে ট্রাইবুনালের বিচারক তৈয়ব আলীর করোনা পজিটিভ হওয়ার খবর শুনেছি। তবে তার শারীরিক অবস্থা কেমন তা জানতে পারিনি।’’
এদিকে, দুই দিন জ্বরে ভুগে নমুনা দেওয়ার পর করোনাভাইরাস সংক্রমিত হওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছেন এএসপি লুৎফর রহমান। তবে তিনি বর্তমানে কোনো উপসর্গ ছাড়া সুস্থ্য রয়েছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) মহিবুল ইসলাম খান।
এসপি বলেন, ‘‘আক্রান্ত পুলিশ কর্মকর্তা উপসর্গ ছাড়াই সুস্থ আছেন। এরপরও তাকে আইসোলেশনে থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।’’
প্রসঙ্গত, সোমবার পাওয়া তথ্যানুযায়ী জেলায় মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ১০৬। এর মধ্যে জেলা পুলিশের মোট ৮ সদস্য রয়েছেন। জেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পুলিশের এক পরিদর্শক। সুস্থ হয়েছেন তিন পুলিশ সদস্য।