করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসা বন্ধের ঘোষণা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
মঙ্গলবার (১৬ জুন) মন্ত্রণালয়টির সিনিয়র সহকারী সচিব সোনিয়া হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়েছে।শুধুমাত্র বিদেশি বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা এ সুবিধাটি পাবেন। এছাড়া সকল দেশের নাগরিকদের জন্য এ সুবিধা বন্ধ করে দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অন-অ্যারাইভাল ভিসার আবেদন করলে সেক্ষেত্রে ৭২ ঘণ্টার মধ্যে বের করা কোভিড-১৯ নেগেটিভ রিপোর্ট দেখাতে হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বলবৎ থাকবে।