Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিএসএমএমইউ: করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্যের কিট কার্যকর নয়

বিএসএমএমইউ'র উপাচার্য কনক কান্তি বড়ুয়া এক সংবাদ সম্মেলনে এমন ঘোষণা দেন

আপডেট : ১৭ জুন ২০২০, ০১:৩৩ পিএম

করোনাভাইরাস টেস্টের জন্য গণস্বাস্থ্য কেন্দ্র উদ্ভাবিত র‍্যাপিড টেস্ট কিট “কার্যকর নয়” বলে জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)।

বুধবার (১৭ জুন) এক প্রেস কনফারেন্সে বিষয়টি জানান বিএসএমএমইউ ভাইস-চ্যান্সেলর (ভিসি) প্রফেসর ডা. কনক কান্তি বড়ুয়া। গণস্বাস্থ্যের কিটের কার্যকারিতার ওপর পরীক্ষা চালিয়ে ছয় সদস্যের একটি গবেষকদল এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানান তিনি।

ডা. কনক কান্তি সাংবাদিকদের বলেন, কিটটি ভাইরাস শনাক্তে সক্ষম নয় বলে পরীক্ষায় দেখা গেছে।

বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, ইতোমধ্যে এই পরীক্ষার ফলাফল ঔষধ প্রশাসন অধিদপ্তরকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে গণ বিশ্ববিদ্যালয়ের ভাইরোলজি বিভাগের প্রধান অধ্যাপক ড. বিজন কুমার শীল ঢাকা ট্রিবিউনকে জানান, তারা এখন পর্যন্ত বিএসএমএমইউ'র কাছ থেকে কোনো রিপোর্ট পাননি।

ড. বিজন বলেন, “রিপোর্ট হাতে না পেয়ে কোনো মন্তব্য করতে পারছি না।”

করোনাভাইরাস সংক্রমণ শনাক্তে উদ্ভাবিত এই র‍্যাপিড টেস্টিং কিট উদ্ভাবনী দলের নেতৃত্বে ছিলেন তিনি।

   

About

Popular Links

x