আগামী সোমবার (০৩ সেপ্টেম্বর) ভারতের নয়াদিল্লীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মধ্যে মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।
এক প্রেস বিজ্ঞপ্তির বরাতে জানা গেছে, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো: সাফিনুল ইসলাম-এর নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনটিতে অংশগ্রহণ করবেন। অন্যদিকে বিএসএফ মহাপরিচালক শ্রী কে কে শর্মা, আইপিএস -এর নেতৃত্বে ২০ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনটিতে অংশগ্রহণ করবেন। এ ছাড়াও উপস্থিত থাকবেন বিজিবি পরিচালিত সীমান্ত পরিবার কল্যাণ সমিতি-এর (সীপকস) সভানেত্রী সোমা ইসলাম-এর নেতৃত্বে ৭ সদস্যের একটি প্রতিনিধিদল।
এবারের সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশি নাগরিকদের গুলি,হত্যা,আহতের ঘটনা, আগ্নেয়াস্ত্র,গোলাবারুদ,বিস্ফোরক দ্রব্য চোরাচালান, বিভিন্ন প্রকারের মাদকদ্রব্যের অনুপ্রবেশ, নিরীহ বাংলাদেশি নাগরিকদের গ্রেফতার ও আটকের ঘটনা, অবৈধভাবে সীমান্ত অতিক্রম ও বাংলাদেশে অনুপ্রবেশের ঘটনা, সীমান্তে ‘ক্রাইম ফ্রি জোন’ এর আওতা বৃদ্ধি, উভয় দেশের সীমান্ত নদীসমূহের তীর সংরক্ষণ এবং পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপসমূহ।
ভারত সফরকালে বিজিবি মহাপরিচালক ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী ও সংশ্লিষ্ট সচিবের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানা গেছে। সম্মেলন শেষে শনিবার (০৮ সেপ্টেম্বর) দেশে ফিরবে বাংলাদেশ প্রতিনিধিদল।