Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

শাহজালালের ৩য় টার্মিনাল প্রকল্পের ৫২ কর্মী করোনাভাইরাসে আক্রান্ত

টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজে যুক্ত সব কর্মীর স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন বেবিচক চেয়ারম্যান

আপডেট : ১৭ জুন ২০২০, ০৯:৪১ পিএম

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ৫২ জন নির্মাণকর্মীর শরীরে করোনাভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে।

বুধবার (১৭ জুন) বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, ‘‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল নির্মাণ প্রকল্পের ৫২ নির্মাণকর্মীর স্বাস্থ্য পরীক্ষার পর শরীরে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। তাদের হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।’’

টার্মিনাল নির্মাণ প্রকল্পের কাজে যুক্ত সব কর্মীর স্বাস্থ্য সুরক্ষার সব ধরনের ব্যবস্থা রয়েছে উল্লেখ করে বেবিচক চেয়ারম্যান বলেন, ‘‘প্রতিদিন কাজে যোগ দেওয়ার আগে নির্মাণ প্রকল্প কাজে যুক্ত সব কর্মকর্তা-কর্মীর স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রকল্প সংশ্নিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।’’

প্রসঙ্গত, করোনাভাইরাস মহামারিতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার থেকে বুধবার) আরও ৪৩ জন মারা গেছেন এবং ৪,০০৮ জন আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, নতুন আক্রান্তসহ এখন পর্যন্ত দেশে করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন হয়েছেন ৯৮ হাজার ৪৮৯ জন। আর মোট মারা গেছেন এক হাজার ৩০৫ জন।

   

About

Popular Links

x