আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর (আইসিটি) ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত ও তার স্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (১৭ জুন) রাতে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায় বলে জানিয়েছেন অপর আইসিটি প্রসিকিউটর তাপস কান্তি বাউল।
তিনি বলেন, “বর্তমানে রানা দাশগুপ্ত চট্টগ্রামে আছেন। তার জ্বর ও শ্বাসকষ্ট রয়েছে। শ্বাসজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি আছেন তিনি।”
তিনি আরও জানান, “যত দ্রুত সম্ভব এয়ার-অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।”