Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

খুলনায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেপ্তার

গতকাল শনিবার রাতে ও আজ রোববার রূপসা, ডুমুরিয়া, তেরখাদা ও ফুলতলা উপজেলায় এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০১৮, ১০:০০ পিএম

খুলনার চার উপজেলা থেকে বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার রাতে ও আজ রোববার রূপসা, ডুমুরিয়া, তেরখাদা ও ফুলতলা উপজেলায় এ গ্রেপ্তার অভিযান চালানো হয়।

রূপসা থানার উপপরিদর্শক (এসআই) ইন্দ্রজিৎ মল্লিক জানান, ১ সেপ্টেম্বর রাতে উপজেলার বাগমারা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় সিগমা কোম্পানির পরিত্যাক্ত ভবনের নিচ থেকে নাশকতার উদ্দেশ্যে বৈঠক চলাকালে নয়জনকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-আরিফুল ইসলাম, শরিফুল ইসলাম নাসির, শরিফুল ইসলাম, ইসা শেখ, জাহাঙ্গীর হোসেন বাবু, মনিরুল ইসলাম লিটন, সাজ্জাদ হোসেন, দিপু শেখ ও তরিকুল ইসলাম রনি। 

গ্রেপ্তার নয়জনকে নাশকতা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

এদিকে আজ সকালে ডুমুরিয়া, তেরখাদা ও ফুলতলা থানা পুলিশ জানায়, অভিযানে ডুমুরিয়া উপজেলার ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান অধ্যাপক জি এম আমানউল্লাহ, আমিরুল ইসলাম, শাহানুর রহমান শাহীন, হেমায়েদ রশিদ খান, আবদুর রহমান, হায়দার আলী ও মনিরুল ইসলাম, তেরখাদায় যুবদল নেতা ওহিদ সকাতি ও দ্বীন জমাদ্দার ও ফুলতলা উপজেলায় বিএনপি নেতা আহাদ আলী শেখকে গ্রেপ্তার করা হয়। 

তাদেরকে বিভিন্ন নাশকতা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এদিকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা এবং অবিলম্বে গ্রেপ্তার ব্যক্তিদের নিঃশর্ত মুক্তি দাবি করেছেন জেলা বিএনপির নেতারা। 


   

About

Popular Links

x