Friday, June 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডা. জাফরুল্লাহর অবস্থার উন্নতি, লাগছে কৃত্রিম অক্সিজেন

‘চিকিৎসকগণ তাকে জরুরি প্রয়োজন ছাড়া কথা বলতে নিষেধ করেছেন। তাকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। তিনি মানসিকভাবে অনেক উজ্জীবিত আছেন’

আপডেট : ১৮ জুন ২০২০, ১০:৪৯ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছে। ফুসফুসের সংক্রমণ হ্রাস পাওয়ায় তার কৃত্রিম অক্সিজেনেরও প্রয়োজন হচ্ছে না। 

গণস্বাস্থ্য কেন্দ্রের জনসংয়োগ কর্মকর্তা ফরহাস হোসেন বলেন, “ফুসফুসের সংক্রমণ কমায় তার (জাফরুল্লাহ) স্বাস্থ্যের অবস্থা এখন স্থীতিশীল রয়েছে।”

এদিকে, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। 

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া এক পোস্টে বলা হয়,  “ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্বাস্থ্যের অবস্থা স্থিতিশীল। ফুসফুসের সংক্রমণ আছে। এ জন্য তাকে নিয়মিত এন্টিবায়োটিক খেতে হচ্ছে। নিয়মিত কিডনি ডায়ালাইসিস করছেন, বিশেষায়িত ফিজিওথেরাপি নিচ্ছেন। কৃত্রিম অক্সিজেন প্রয়োজন হচ্ছে না। তবে গলার ব্যথার জন্য কথা বলতে কষ্ট হচ্ছে।”

গণস্বাস্থ্য ডায়ালাইসিস সেন্টারের সমন্বয়ক ডা. মু‌হিব উল্লাহ খোন্দকার বলেন, “চিকিৎসকগণ তাকে জরুরি প্রয়োজন ছাড়া কথা বলতে নিষেধ করেছেন। তাকে আরও বেশ কিছুদিন হাসপাতালে থেকে চিকিৎসা নিতে হবে। তিনি মানসিকভাবে অনেক উজ্জীবিত আছেন।”  

ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালে অধ্যাপক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফী ও অধ্যাপক ডা. নাজিব মোহাম্মদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন।

   

About

Popular Links

x