২৭৩ বাংলাদেশিকে নিয়ে স্পেনের রাজধানী মাদ্রিদের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ বিমানের বিশেষ একটি ফ্লাইট।
শুক্রবার (১৯ জুন) সকাল ৮টা ৩৫ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় ফ্লাইটটি।
বিমান বাংলাদেশের ডেপুটি জেনারেল ম্যানেজার (জনসংযোগ) তাহেরা খন্দকার ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, স্পেনে বসবাসরত সব বাংলাদেশি প্রবাসীকে ইতোমধ্যে ফেরত পাঠানো হয়েছে। তারা এখন সেখানে গিয়ে নিজ কর্মস্থলে যোগ দিতে পারবেন।