Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি, আইসিইউতে স্থানান্তর

গত ২ জুন জ্বর ও বার্ধক্যজনিত জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে

আপডেট : ১৯ জুন ২০২০, ০৪:৫৮ পিএম

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট সাহারা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৯ জুন)  তার একান্ত সহকারী অ্যাডভোকেট আনিছুর রহমান ইউএনবিকে এ তথ্য জানান।

গত ২ জুন জ্বর ও বার্ধক্যজনিত জটিলতার কারণে হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

২০০৮ সালে মহাজোট ক্ষমতায় আসলে প্রথমে সাহারা খাতুনকে স্বরাষ্ট্রমন্ত্রী করা হয়। গত তিন মেয়াদ ধরে ঢাকা-১৮ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য। 

১৯৪৩ সালের ১ মার্চ সাহারা খাতুন ঢাকার কুর্মিটোলায় জন্ম গ্রহণ করেন। তিনি বি.এ এবং এল.এল. বি ডিগ্রি আর্জন করেন। তিনি আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, বাংলাদেশ আওয়ামী আইনজীবী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক।

   

About

Popular Links

x