Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসে আক্রান্ত সাবেক সাংসদ আব্দুর রহমান বদি

সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আব্দুর রহমান বদি

আপডেট : ১৯ জুন ২০২০, ০৯:৪৬ পিএম

কক্সবাজারের উখিয়া ও টেকনাফ আসনের সাবেক সাংসদ আব্দুর রহমান বদি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে তার করোনাভাইরাস শনাক্ত হয়।

শুক্রবার রাত ৮টার দিকে সাংসদ বদির প্রেস সচিব হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

হেলাল উদ্দিন বলেন, “উন্নত চিকিৎসার জন্য ঢাকার পথে রওয়ানা দিয়েছেন সাংসদ বদি। তবে তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি।”

তিনি জানান, কিছুদিন আগে সাংসদ বদি জ্বর ও মাথা ব্যাথাসহ করোনাভাইরাসের উপসর্গ দেখা দেয়। পরে স্বপরিবারে বাড়িতে অবস্থান করে করোনাভাইরাস পরীক্ষার জন্য স্যাম্পল পাঠান কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে। এতে তার করোনাভাইরাস পজিটিভ আসলেও স্ত্রী শাহিন আক্তারের নেগেটিভ আসে। তবে শাহিন আক্তারের শরীরে টাইফয়েড ধরা পড়ে।

তিনি আরও জানান, সাবেক সাংসদ আব্দুর রহমান বদি শারিরীকভাবে এখনও সুস্থ আছেন। উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় তিনি কক্সবাজার থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে ঢাকার উদ্দেশে রওয়া দিয়েছেন। তবে কোথায় এবং কোন হাসপাতালে চিকিৎসা নেবেন সে ব্যাপারে তিনি কিছুই জানাননি। তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।”

   

About

Popular Links

x