Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

সশস্ত্র বাহিনীর ৪,২৫৩ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত

শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় আইএসপিআর

আপডেট : ২০ জুন ২০২০, ০৩:৩৩ পিএম

সশস্ত্র বাহিনী ও তাদের পরিবারের ৪ হাজার ২৫৩ জন সদস্য করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। শনিবার (২০ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আইএসপিআর জানায়, গত সপ্তাহেই সশস্ত্রবাহিনী ও তাদের পরিবারের ৭১৩ জন সদস্য  করোনাভাইরাসের কারণে সৃষ্ট কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। মৃত্যু হয়েছে আটজনের। তাদের সবাই  সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য।

এদিকে, শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এক নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণে দেশে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু হয়েছে। নতুন করে ৩ হাজার ২৪০ জনের দেহে এ ভাইরাসটি শনাক্ত হয়েছে। ফলে এ পর্যন্ত মোট ১ হাজার ৪২৫ জন করোনাভাইরাস আক্রান্ত হয়ে মারা গেছেন এবং মোট ১ লাখ ৮ হাজার ৭৭৫ জন এ ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন।

   

About

Popular Links

x