Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

৬ জেলার বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে

আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর ফুলছড়ি ও-বাহাদুরাবাদ পয়েন্টে এবং ৪৮ ঘণ্টায় সারিয়াকান্দী কাজীপুর ও সিরাজগঞ্জ পয়েন্টের বিপদসীমা অতিক্রম করতে পারে

আপডেট : ২৬ জুন ২০২০, ০৬:৫৫ পিএম

কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী, সিলেট ও সুনামগঞ্জ জেলার আগামী ২৪ ঘণ্টায় বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে বলে এক প্রতিবেদনে উল্লেখ করে বার্তা সংস্থা বাসস। এদিকে দেশের সব নদীগুলোর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে, যা আগামী তিনদিন পর্যন্ত অব্যাহত থাকবে।

আগামী ২৪ ঘণ্টায় যমুনা নদীর ফুলছড়ি ও-বাহাদুরাবাদ পয়েন্টে এবং ৪৮ ঘণ্টায় সারিয়াকান্দী কাজীপুর ও সিরাজগঞ্জ পয়েন্টের বিপদসীমা অতিক্রম করতে পারে।

সুরমা নদী, কানাই ঘাট ও সুনামগঞ্জ পয়েন্টে এবং সারি গোয়াইন নদীর বিপদসীমা আগামী ২৪ ঘণ্টায় অতিক্রম করতে পারে।

তিস্তা নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় স্থিতিশীল থাকতে পারে। ধরলা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে অব্যাহত থাকতে পারে এবং নদীর বিপদসীমার ওপরে অবস্থান করতে পারে।

দেশের পর্যবেক্ষণাধীন ১০১টি পানি সমতল স্টেশনের মধ্যে ৬৮টি স্টেশনের পানি বৃদ্ধি পেয়েছে। এর মধ্যে হ্রাস পেয়েছে ২৮টি পানি সমতল স্টেশনের। অপরিবর্তিত রয়েছে পাঁচটির।

About

Popular Links