কুমিল্লার হোমনার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপ্তি চাকমা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। রবিবার তাপ্তি চাকমা নিজেই তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেন।
ইউএনও ছাড়াও তার সরকারি গাড়ির চালক, পিয়ন ও নাইটগার্ড করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইউএনও তাপ্তি চাকমা তার সরকারি বাসভবনে এবং আক্রান্ত অন্যান্যরা নিজ নিজ বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন।
তাপ্তি চাকমা জানান, “২৫ আমি এবং আমার গাড়ির চালক, পিয়ন ও নাইটগার্ড করোনাভাইরাস শনাক্তকরণ টেস্ট করাই। আমার নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। আমি আমাদের সংস্পর্শে যারা এসেছেন তাদের সবাইকে নমুনা পরীক্ষা করার জন্য বলেছি।”
ইউএনও আরও বলেন, “করোনাভাইরাসে আক্রান্ত হলেও আমার মধ্যে তেমন কোনো উপসর্গ নেই। শারীরিক ও মানসিকভাবে আমি সুস্থ আছি।”
এ সময় উপজেলাবাসীকে করোনাভাইরাস প্রতিরোধে সকল নির্দেশনা ও স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে চলার আহ্বান জানান।