Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

মুরগির ঘরে মিলল বিশাল অজগর

অজগরটির ওজন প্রায় ১৫ কেজি এবং দৈর্ঘ্য ১২ ফুট

আপডেট : ৩০ জুন ২০২০, ১০:১৭ পিএম

বাগেরহাটে ১২ ফুট লম্বা একটি অজগর সোমবার (২৯ জুন) বিকেলে সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা স্টেশন এলাকায় অবমুক্ত করা হয়েছে। 

এর আগে সোমবার ভোরে সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলার খুড়িয়াখালী গ্রামের জেলে কামরুল ইসলাম খানের মুরগির ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়। 

জেলে কামরুল ইসলাম জানান, অজগরটি রবিবার রাতে মুরগির ঘরে প্রবেশ করে।  সকালে ঘুম থেকে উঠে তিনি দেখেন অজগরটি দুটি হাঁস, একটি মুরগি খেয়ে ফেলেছে এবং আরও ছয়টি হাঁস মেরে ফেলেছে ।

সুন্দরবন সুরক্ষা বিষয়ক ওয়াইল্ড টিমের সদস্যরা জানান, খবর পেয়ে তারা জেলে কামরুল ইসলামের বাড়ি থেকে বিশাল আকৃতির ওই অজগরটি উদ্ধার করে।  অজগরটির ওজন প্রায় ১৫ কেজি এবং দৈর্ঘ্য ১২ ফুট।

সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, সুন্দরবন সংলগ্ন গ্রাম থেকে বিশাল আকৃতির অজগরটি উদ্ধার করার পর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে। এ নিয়ে দেড় বছরে সুন্দরবন সংলগ্ন বিভিন্ন গ্রাম থেকে ৪০টি অজগর উদ্ধার করা হয়েছে। পরে ওই সব অজগর সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

About

Popular Links