ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান আর নেই। বুধবার (১ জুলাই) দুপুর দেড়টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় নিজ গ্রামের বাড়িতে তার মৃত্যু হয়।
ট্রান্সকম গ্রুপের ব্যবস্থাপক ফয়সাল হোসেন বিষটি নিশ্চিত করেছেন। লতিফুর রহমান দীর্ঘদিন ধরে নানারকম শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মৃত্যুকালে লতিফুর রহমানের বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দৈনিক প্রথম আলোর পরিচালনাকারী প্রতিষ্ঠান মিডিয়াস্টার লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকও ছিলেন।