Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়নের সময় বাড়ালো ডিএনসিসি

ট্রেড লাইসেন্স নবায়ন ফি পরিশোধের সময়সীমাও আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে

আপডেট : ০২ জুলাই ২০২০, ০৫:০২ পিএম

জরিমানা বা সারচার্জ ছাড়াই ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হোল্ডিং ট্যাক্স জমা ও ট্রেড লাইসেন্স নবায়নের সময়সীমা তিন মাস বৃদ্ধি করা হয়েছে। বৃহস্পতিবার (২ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে ডিএনসিসি কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনাভাইরাসের প্রাদুর্ভাব বিবেচনা করে ডিএনসিসি'র আওতাধীন করদাতাদের ২০১৯-২০২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের ওপর ১৫ শতাংশ সারচার্জ ব্যতীত জমাদানের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

একই সাথে ব্যবসায়ীদের জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়ন ফি পরিশোধের সময়সীমাও আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বর্ধিত করা হয়েছে বলেও জানানো হয়।

ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম করদাতাদের এ সময়ের মধ্যে ২০১৯-২০২০ অর্থবছরের বকেয়া হোল্ডিং ট্যাক্সের ওপর ১৫ শতাংশ সারচার্জ ছাড়া এবং ব্যবসায়ীদের জরিমানা ছাড়াই ট্রেড লাইসেন্স নবায়নের সুযোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন।

About

Popular Links