Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

পাট কাটতে গিয়ে বন্যার পানিতে ডুবে কৃষকের মৃত্যু

সকাল ১১টার দিকে ক্ষেতের এক পাশে তার মরদেহ ভেসে ওঠে

আপডেট : ০৩ জুলাই ২০২০, ১১:৫৪ এএম

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পাট কাটতে গিয়ে বন্যার পানিতে ডুবে কমল মিয়া (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৩ জুলাই) সকাল ১০টার দিকে মাদারগঞ্জ উপজেলার জোড়খালী ইউনিয়নের বেড়াবেতাগা গ্রামে ঘটনাটি ঘটে। 

স্থানীয়রা জানান, পাট কাটতে গিয়ে বন্যার পানির স্রোতে ডুবে যান ওই কৃষক। সকাল ১১টার দিকে ক্ষেতের এক পাশে তার মরদেহ ভেসে ওঠে।

ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন জোড়খালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুল ইসলাম ও মাদারগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আমিনুল ইসলাম।

About

Popular Links