চাঁদপুরের হাজীগঞ্জের বাকিলা বাজারের খাল থেকে অজ্ঞাতপরিচয় একটি শিশুর (৭ মাস) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৮ জুলাই) বেলা ১১টার দিকে শিশুটির মরদেহ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা। শিশুটির শরীরের অধিকাংশ অংশে পোকা ধরে গিয়েছিল বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শী জাহাঙ্গীর আলম পাটোয়ারী জানান, চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা বাজারের শিশুটির মরদেহ ভাসতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। শিশুটির গায়ে ধূসর রংয়ের একটি স্যান্ডো গেঞ্জি ছিল।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন রনি ঢাকা ট্রিবিউনকে জানান, মরদেহ উদ্ধারের জন্য উপ-পরিদর্শক (এসআই) রবিউল আলমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে।
পুলিশ শিশুটির অভিভাবকদের খুঁজে বের করার চেষ্টা করবে বলে জানান ওসি।