Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৯৪৯

শুক্রবার (১০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়

আপডেট : ১০ জুলাই ২০২০, ০২:৩৪ পিএম

দেশে  বৃহস্পতিবার (৯ জুলাই) থেকে শুক্রবার (১০ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন৷ একই সময়ে নতুন করে আরও ২,৯৪৯  জন শনাক্ত হয়েছেন। ফলে এ নিয়ে মারা গেছেন মোট ২,২৭৫ জন। পাশাপাশি মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ১,৭৮,৪৪৩ জনে। 

শুক্রবার (১০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এদিকে, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৯ জন ও নারী ৮ জন বলেও জানান তিনি।

তিনি জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ৭৭ টি ল্যাবে ১৩,৪৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। একই সময়ে সুস্থ হয়েছেন ১,৮৬২ জন। ফলে এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়িয়েছে ৮৬,৪০৬ জন। যা মোট শনাক্তের ৪৮.৪২%। 

শুক্রবার (১০ জুলাই) সকাল পর্যন্ত জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৩০৪ জনে। প্রাণঘাতী এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ কোটি ২২ লাখ ৩২ হাজার ৭৪৫ জন।



   

About

Popular Links

x