দেশে শুক্রবার (১০ জুলাই) থেকে শনিবার (১১ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন৷ একই সময়ে নতুন করে আরও ২,৬৮৬ জন শনাক্ত হয়েছেন।
ফলে বাংলাদেশে এনিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ২,৩০৫ জন। পাশাপাশি মোট শনাক্তের সংখ্যা ১,৮১,১২৯ জনে দাঁড়িয়েছে।
শনিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ১১,৪৭৫টি নমুনা সংগ্রহ এবং ১১,৬৮৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এছাড়া ২৪ ঘণ্টায় মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে পুরুষ ২৫ ও নারী পাঁচজন বলেও জানান তিনি।
এদিকে, করোনাভাইরাস থেকে ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১,৬২৮ জন। এনিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৮৮,০৩৪ জন।
অন্যদিকে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা এক কোটি ২০ লাখ ছাড়িয়েছে।
এছাড়া, প্রাণঘাতী এই ভাইরাসে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ লাখ ৫৯ হাজার ৪৮১ জনে। এসময়ের মধ্যে কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন প্রায় ৬৮ লাখ মানুষ।
গতবছর ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী এপর্যন্ত ২১৩টিরও বেশি দেশে ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।