Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

গত ২৪ ঘণ্টায় প্রতি চারজনে একজনের করোনাভাইরাস শনাক্ত

শনাক্তের এই হার বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ

আপডেট : ১১ জুলাই ২০২০, ০৭:৩৭ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস পরীক্ষা করাতে আসা প্রতি চারজনে একজনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। এর আগের ২ সপ্তাহ ধরে প্রতি পাঁচজনে একজনের শরীরে করোনাভাইরাসে সংক্রমণ ধরা পড়ছিল। 

শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় মোট ১১,১৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২,৬৮৬ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়।

মে মাসের শেষ দিক থেকে শনাক্তের হার ২০% এর আশেপাশে ওঠানামা করেছে। কিন্তু সর্বশেষ উপাত্ত অনুযায়ী শনাক্তের হার বেড়ে ২৪% হয়েছে যা বাংলাদেশে এখন পর্যন্ত সর্বোচ্চ।

এর আগে গত ১৮ জুন শনাক্তের হার সর্বোচ্চ ২৩.৩৯% ছিল। ২৭ জুন দ্বিতীয় সর্বোচ্চ শনাক্তের হার ২১.১২% রেকর্ড করা হয়।

উল্লেখ্য, গত ২৫ প্রথম শনাক্তের হার ২০% অতিক্রম করে। এরপর থেকে শনাক্তের হার ২০% এর আশেপাশেই ছিল।

   

About

Popular Links

x