নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার পর এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বনপাড়া বাহিমালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর নাম জেনি বেবি কস্তা (৪৫)। তিনি ওই গ্রামের মৃত আব্রাহাম কস্তার মেয়ে। এর আগে তিনি ফেসবুকে নিজের কিছু ছবি পোস্ট করে লেখেন, “আমি মরে গেলে তোরা এগুলো দেখিস।”
জানা গেছে, প্রায় ১৬ বছর আগে জেনির সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়। এরপর থেকে তিনি ঢাকায় চাকরি করতেন।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলীপ কুমার দাস বিষয়টি নিশ্চিত করে জানান, রবিবার (১২ জুলাই) নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
ওসি দিলীপ কুমার দাস আরও জানান, স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর জেনি আর বিয়ে করেননি। তিনি ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন। করোনাভাইরাস পরিস্থিতির কারণে গত তিন মাস ধরে তিনি গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন। শনিবার বিকেলে নিজ কক্ষ থেকে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।
এক প্রশ্নের জবাবে তিনি জানান, ওই নারীর ফেসবুক আইডি থেকে পোস্ট করা তার বেশ কিছু ছবি ও স্ট্যাটাস বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, দুশ্চিন্তা থেকেই মেয়েটি এমন কাজ করতে পারে। তবে তদন্তের পর প্রকৃত বিষয় জানা যাবে।