Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হতে পারেন বিক্রম দোরাইস্বামী

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিক্রম দোরাইস্বামী ২০১৫-২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন

আপডেট : ১২ জুলাই ২০২০, ০১:০৯ পিএম

বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার হতে পারেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিক্রম দোরাইস্বামী।

শনিবার (১১ জুলাই) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতের স্থানীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস। তবে এবিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।

১৯৯২ ব্যাচের ফরেন সার্ভিস অফিসার বিক্রম ২০১৫-২০১৮ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ভারতের রাষ্ট্রদূত হিসেবে কাজ করেছেন। তিনি ঢাকায় ভারতের বর্তমান হাইকমিশনার রিভা গাঙ্গুলি দাসের স্থলাভিষিক্ত হবেন।

আগামী সেপ্টেম্বরে রিভা গাঙ্গুলি দাস ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব পদে দায়িত্বভার গ্রহণ করবেন এবং অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করা বিজয় কুমার সিং এসময় অবসরে যাবেন।

উল্লেখ্য, রিভা গাঙ্গুলি দাস ২০১৯ সালের ১ মার্চ থেকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

About

Popular Links