ফেনীর দাগনভূঞা উপজেলায় তাবিজ-কবজ আর ঝাড়ফুঁকের নামে নারীদের শ্লীলতাহানির অভিযোগে ইউসুফ সিদ্দিকী নামে একজনকে আটক করেছে পুলিশ। তিনি স্থানীয় একটি মাদ্রাসার উপাধ্যক্ষ।
রবিবার (১২ জুলাই) রাতে উপজেলার ইয়াকুবপুরের দুধমুখা এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
স্থানীয়দের অভিযোগ, ইউসুফ ঝাড়ফুঁকের নামে একাধিক নারীর সঙ্গে অনৈতিক আচরণ করলেও লোকলজ্জার ভয়ে তারা নীরব ছিলেন। তবে সম্প্রতি বিষয়টি প্রকাশ পেলে একে একে মুখ খুলতে শুরু করেন অনেকে।
গত ৪ জুলাই তাবিজের জন্য গেলে মাদ্রাসার একটি কক্ষেই এক নারীকে ইউসুফ ধর্ষণের চেষ্টা করেন বলেও অভিযোগ তুলেছেন স্থানীয়রা।
এদিকে, কোনো ব্যক্তির অপকর্মের দায়ভার প্রতিষ্ঠান নেবে না বলে জানিয়েছেন ইউসুফের কর্মস্থল উপজেলার ইছাহাকীয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আমিন।
ঝাড়ফুঁকের নামে নারীদের শ্লীলতাহানির অভিযোগে ওই মাদ্রাসার উপাধ্যক্ষ ইউসুফকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার।