Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: হেলিকপ্টারে ঢাকায় আনা হলো পটুয়াখালী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তার স্ত্রীও

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০১:৫৫ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশীদ ও তার স্ত্রী কনিকা মাহফুজকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে পটুয়াখালী থেকে ঢাকায় আনা হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে অধ্যাপক হারুন ওর রশীদ ও তার স্ত্রী কনিকা আমহফুজকে পটুয়াখালী থেকে ঢাকায় নিয়ে আসা হয়েছে।”

পরে অ্যাম্বুলেন্সে করে তাদের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হয়েছে।

এর আগে শনিবার রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. শিরিন আক্তার, তার পরিবারের পাঁচ সদস্য ও দুই কর্মচারীর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত করা হয়।

চবি উপাচার্যকে উন্নত চিকিৎসার জন্য রবিবার চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

About

Popular Links