Friday, May 31, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: গত ২৪ ঘণ্টায় ৩৩ জনের মৃত্যু, শনাক্ত ৩,১৬৩

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০২:৩৩ পিএম

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে৷ এ নিয়ে সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২,৪২৪ জনে। মৃতদের মধ্যে ২৩ জন পুরুষ ও  ১০ জন নারী।

মৃতদের মধ্যে ২৯ জন হাসপাতালে এবং ৪ জন বাড়িতে মারা গেছেন। এখন পর্যন্ত মোট মৃতের ক্ষেত্রে পুরুষ ৭৮ দশমিক ৯২ শতাংশ (১ হাজার ৯১৩ জন) এবং নারী ২১ দশমিক ০৮ শতাংশ (৫১১ জন)।

একই সময়ে নতুন করে আরও ৩,১৬৩ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এর ফলে সারা দেশে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১,৯০,০৫৭ জনে। মোট শনাক্ত অনুযায়ী মৃত্যুর হার ১.২১%।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

তিনি আরও জানান, দেশে বর্তমানে ৭৯টি ল্যাবে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করা হচ্ছে। এসব ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৩,৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে এবং পরীক্ষা করা হয়েছে ১৩,৪৫৩টি নমুনা।

নতুন নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২৩.৫১%। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৯৬৬,৪০০টি। এ ক্ষেত্রে শনাক্তের হার ১৯.৬৭%।

এদিকে, করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪,৯১০ জন। এ নিয়ে প্রাণঘাতী ভাইরাসটি থেকে দেশে মোট সুস্থ হলেন ১০৩,২২৭ জন। এখন পর্যন্ত সুস্থতার হার ৫৪.৩১%।

About

Popular Links