Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

পদ্মা সেতুর পিলারের যন্ত্রাংশে ধাক্কা লেগে ডুবে গেলো দু'টি বাল্কহেড

নৌ-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দশ শ্রমিককে উদ্ধার করেছে

আপডেট : ১৪ জুলাই ২০২০, ০৪:২৬ পিএম

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীতে আল মোল্লা ও নূরজাহান নামে দুইটি বাল্কহেড (মালবাহী জাহাজ) ডুবির ঘটনা ঘটেছে। নির্মাণাধীন পদ্মা সেতুর পিলারের যন্ত্রাংশে একটি বাল্কহেডের ধাক্কা লাগলে দুর্ঘটনার সূত্রপাত হয়।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবির খান। ঘটনার পর দুই বাল্কহেডের ১০ শ্রমিককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কেউ নিখোঁজ হননি। ঘটেনি কোনো হতাহতের ঘটনা।

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, প্রচণ্ড স্রোতের কারণে পদ্মা সেতুর সাত নম্বর পিলারের কাছে একটি লোহার যন্ত্রাংশে ধাক্কা লাগে বালু বোঝাই আল মোল্লা নামের একটি বাল্কহেডের। এরপর পেছন দিক থেকে আসা আরেকটি বাল্কহেড নূরজাহান সেটিকে ধাক্কা দেয়।

তিনি বলেন, এতে চাঁদপুরগামী বাল্কহেড দু'টি ডুবে যায়। নৌ-পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে দশ শ্রমিককে উদ্ধার করেছে। শ্রমিকরা সবাই সুস্থ আছেন। তবে নদীতে প্রচণ্ড স্রোতের কারণে বাল্কহেড দুটিকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।

About

Popular Links