ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্র দাস মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
দুপুর ১২টার দিকে নাসিরনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার ও চাতলপাড় পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা রঞ্জন কুমারের নেতৃত্বে পুলিশের একটি দল মুক্তিযোদ্ধা দীনেশ চন্দ্রের মরদেহের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করেন।
পরে ভলাকুট গ্রামের শশ্মানে তার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়ার মুক্তিযোদ্ধা কর্তিক চন্দ্র, নিতাই চন্দ্র সরকার, মো. আজহার মিয়া, মো. নুর ইসলাম, মো. কানন চৌধুরী, সোহরাব মোল্লা ও ভলাকুট ইউপি পরিষদের চেয়ারম্যান মো. রুবেল মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।