Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

ব্রিজে ভাঙন: লামা ও আলীকদমে ভারি যান চলাচল বন্ধ

বড় ধরনের বিপদ এড়াতে স্থানীয়রা ব্রিজে লাল নিশানা উড়িয়ে দিয়েছে স্থানীয়রা

আপডেট : ১৭ জুলাই ২০২০, ০৯:৪২ এএম

বান্দরবানের লামা-আলীকদম সড়কে ইয়াংছা ব্রিজের পাটাতন ভেঙে ভারি যান চলাচল বন্ধ হয়ে গেছে। 

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে সংস্কার না করায় জেলার লামা ও আলীকদম উপজেলার প্রধান সড়ক লামা-চকরিয়া সড়কের ইয়াংছা ব্রিজের পাটাতন ভেঙে যায়। ফলে রাত থেকে জেলার এই দুই উপজেলার সড়ক পথে ভারি যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। ঘটনার পর বড় ধরনের বিপদ এড়াতে স্থানীয়রা ব্রিজে লাল নিশানা উড়িয়ে দিয়েছে স্থানীয়রা। 

দ্রুত সংস্কার করা না হলে শুক্রবার থেকে জেলার উপজেলাগুলোতে ভারি যানবাহনে পন্যসহ যাত্রী পরিবহণ বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে লামা উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামাল বলেন, “দীর্ঘদিনধরে ব্রিজটির বেহাল অবস্থা হলেও সংস্কার না করার ফলে পাটাতন ভেঙে গেছে। ব্রিজটি দ্রুত সচল করার দাবী জানাই।”

About

Popular Links