Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

হিন্দু জনগোষ্ঠীর মানুষের সংখ্যা দ্বিগুণ হবে : এরশাদ

“বুকে অসাম্প্রদায়িক বাংলাদেশ লালন করি।”

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০১৮, ১১:০১ পিএম

আগামী ২০ বছর পর বাংলাদেশে হিন্দু জনগোষ্ঠীর মানুষের সংখ্যা দ্বিগুণ হবে এমনটাই বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি আরও বলেন, “ড. আবুল বারাকাত তার বইয়ে উল্লেখ করেছেন, আগামী ২০ বছর পর বাংলাদেশে কোনও হিন্দু থাকবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আগামী ২০ বছর পর এর সংখ্যা দ্বিগুণ হবে।”

মঙ্গলবার (৪ সেপ্টেম্বর) বিকালে রাজধানীর গুলশান ইমানুয়েলস কনভেনশন সেন্টারে জন্মাষ্টমী উপলক্ষে সনাতন সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও বিশিষ্ট নাগরিকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন।

হুসেইন মুহম্মদ এরশাদ এ সময় বলেন, “বুকে অসাম্প্রদায়িক বাংলাদেশ লালন করি। মুক্তিযুদ্ধের সময় হিন্দুদের আত্মত্যাগের কথা ভোলা যাবে না।” এ ছাড়াও জাতীয় পার্টির ক্ষমতার সময়ের নানা উন্নয়নকাজের কথা তুলে ধরে ধরেন।

জাতীয় পার্টির চেয়ারম্যান আক্ষেপ প্রকাশ করে বলেন, “ক্ষমতায় থাকাকালে হিন্দুরা আমাকে সহযোগিতা করেননি। কারণ, আমি রাষ্ট্রধর্ম ইসলাম করেছিলাম।” তিনি আরও বলেন, “আমি অন্য ধর্মগুলোকেও সম্মান দিয়েছিলাম। আমার জীবনের যত কিশোর বন্ধু রয়েছে তার বেশির ভাগই হিন্দু। আমার শিক্ষাগুরুও হিন্দু।”

সাবেক এই রাষ্ট্রপতি বলেন, “একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাপা ক্ষমতায় গেলে সংরক্ষিত ৩০টি আসন সংখ্যালঘুদের জন্য রাখা হবে।” এ সময় দূর্গাপূজায় হিন্দুদের ছুটি বাড়ানোর জন্য সরকারের প্রতি আহবানও জানান তিনি।


About

Popular Links