Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

সিরাজগঞ্জ পুলিশ সুপার সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত

জেলাটিতে এ পর্যন্ত ১,০২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন

আপডেট : ১৮ জুলাই ২০২০, ০৫:২০ পিএম

সিরাজগঞ্জের পুলিশ সুপার (এসপি) হাসিবুল আলম সপরিবারে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে তার করোনাভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে বলে ঢাকা ট্রিবিউনকে জানান তিনি। এর আগে তার স্ত্রী ও একমাত্র মেয়েও করোনাভাইরাসে আক্রান্ত হন।

বর্তমানে তাদের শারীরিক অবস্থা ভাল জানিয়ে তিনি বলেন, “স্ত্রী ও মেয়েকে নিয়ে নিজ বাসায় কোয়ারেন্টাইনে আছি।” এসময় সকলের কাছে দোয়া প্রার্থনাও করেন তিনি।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবিদ এস.এম.হুমাযুন কবীর জানান, জেলায় এ পর্যন্ত ১,০২১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ১০ জন ব্যক্তি মৃত্যুবরণ করেছেন বলেও জানান তিনি।

About

Popular Links