Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: দেশে গত ২৪ ঘণ্টায় ৩৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৪৫৯

রবিবার ( ১৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানানো হয়

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০২:৩৮ পিএম

দেশে শনিবার (১৮ জুলাই) থেকে রবিবার ( ১৯ জুলাই) পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৭ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী মারা গেছেন৷ একই সময়ে নতুন করে আরও ২,৪৫৯ জন শনাক্ত হয়েছেন।

রবিবার ( ১৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ড. নাসিমা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ৮০টি ল্যাবে ১০,৬২৫টি নমুনা পরীক্ষা করা হয়। যার মধ্যে ২৪ ঘণ্টায় নতুন করে ২,৪৫৯ জন শনাক্ত মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ২,০৪৫২৫ জনে। এদিকে ৩৭ জনের মৃত্যুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২,৬১৮ জন বলেও জানান তিনি।

তিনি আরও বলেন,  “গত ২৪ ঘণ্টায় ১,৫৪৬ জন সুস্থ হয়েছেন ফলে, এ পর্যন্ত করোনাভাইরাসে মোট সুস্থ হয়েছেন ১,১১,৬৪৪ জন।”

রবিবার (১৯ জুলাই) সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬,০১,৫৪৯ জনে, এছাড়া প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১,৪২,৪৭,৭০৬ জন বলে জানিয়েছে জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় (জেএইচইউ)।

About

Popular Links