টাঙ্গাইলের মধুপুর উপজেলার পৌর এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় মূল হোতা সাগরকে (২৬) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ১২ এর সদস্যরা।
রবিবার (১৯ জুলাই) বিকেল পৌনে ৫ টার দিকে উপজেলার ব্রাহ্মণবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মূল হোতা সাগরকে গ্রেফতারের বিষয়টি ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন টাঙ্গাইল র্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার মেজর আবু নাঈম মোহাম্মদ তালাত। এসময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি ও বাসা থেকে নিয়ে যাওয়া টিভি, মোবাইলসহ অন্যান্য মালামাল উদ্ধার করা হয় বলেও জানান তিনি।
তিনি বলেন, “অভিযান চলমান রয়েছে। এ বিষয়ে বিস্তারিত প্রেস ব্রিফিং এ জানানো হবে।”
প্রসঙ্গত, শুক্রবার উপজেলার পল্লী বিদ্যুৎ রোডের মাস্টারপাড়া এলাকার একটি বাড়ি থেকে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেসময় রক্তাক্ত একটি কোড়ালও উদ্ধার করে তারা। এ ঘটনায় শুক্রবার রাতে বাদী হয়ে অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন নিহত গণি মিয়ার বড় মেয়ে সোনিয়া বেগম।
নিহতরা হলেন, আব্দুল গণি মিয়া (৪৫) ও তার স্ত্রী বুচি (৩৭) এইচএসসি শিক্ষার্থী ছেলে তাজেল (১৭) ও মেয়ে সাদিয়া (৮)।