Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

ছেলের মৃত্যুর ৬ মাস পরে চিকিৎসা সহায়তা পেলেন বাবা

গত বছর ২২ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রমজান

আপডেট : ১৯ জুলাই ২০২০, ০৯:২৫ পিএম

নড়াইলের ক্যানসারে আক্রান্ত ছেলের মৃত্যুর ছয় মাস পর সমাজ সেবা অধিদপ্তরের চিকিৎসা সহায়তার অনুদানের চেক পেয়েছেন এক বাবা।

রবিবার (১৯ জুলাই) সকালে উপজেলা সমাজ সেবা কর্মকর্তার কাছ থেকে ৫০ হাজার টাকার অনুদানের চেকটি নেন তিনি।

ছেলে হারানো ওই বাবার নাম রাজ্জাক বিশ্বাস। তিনি কালিয়া উপজেলায় উপজেলার পেড়লী গ্রামের বাসিন্দা।

রাজ্জাক বিশ্বাস বলেন, তার ছেলে রমজান বিশ্বাস (১২) ক্যানসারে আক্রান্ত হলে ছেলের  চিকিৎসার জন্য অর্থ সংকটে পড়েন। পরে তিনি নড়াইল সমাজ সেবা অধিদপ্তরে ছেলের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা চেয়ে আবেদন করেন। সমাজ সেবা অধিদপ্তরের কর্তাব্যক্তিরা তার আবেদনে সাড়া দিয়ে চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা সহায়তা বরাদ্দ দিলেও ছেলের জীবদ্দশায় সে টাকা পাননি তিনি। গত বছর ২২ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রমজান।

তিনি আরও বলেন, ছেলের চিকিৎসা করতে গিয়ে তাকে অনেক ধার-দেনা করতে হয়েছে।

এ বিষয়ে উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, “টাকা বরাদ্দ দিতে সরকারি নিয়ম অনুযায়ী নানা আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে কিছুটা সময় লেগে গেছে। তাই ছেলের অবর্তমানে তার বাবার নিকটই চেকটি হস্তান্তর করা হয়েছে।”

   

About

Popular Links

x