Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজশাহীতে ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের ১৭ লাখ টাকা চুরি!

সোমবার (২০ জুলাই) দুপুরে অগ্রণী ব্যাংকের কর্পোরেট শাখার ভেতর থেকে এক ব্যবসায়ীর ব্যাগের মধ্যে থাকা ১৭ লাখ টাকা চুরি হয়

আপডেট : ২০ জুলাই ২০২০, ০৮:১৮ পিএম

রাজশাহীর অগ্রণী ব্যাংক লিমিটেডের কর্পোরেট শাখা থেকে এক গ্রাহকের ১৭ লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে।

সোমবার (২০ জুলাই) দুপুরে ব্যাংকের ভেতর মাহফুজুর রহমান নামের এক ব্যবসায়ীর ব্যাগের মধ্যে থাকা ওই টাকা চুরি হয়।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বলেন, “দুপুরে ওই গ্রাহক ব্যাংকের ভেতর পায়ের কাছে ব্যাগ রেখে টেবিলে ভর দিয়ে চেক লিখছিলেন। তখন তার পায়ের কাছ থেকে ব্যাগ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। চুরি করার পাঁচ মিনিট পর তিনি বুঝতে পারেন তার ব্যাগ চুরি গেছে। আমরা ব্যাংকের সিসিটিভি ফুটেজ দেখে ব্যাগ চুরি যাওয়ার প্রমাণ পেয়েছি।”

ওসি নিবারণ চন্দ্র বর্মণ আরও বলেন, “ব্যাংকের ওই গ্রাহক তার ব্যাগে ১৭ লাখ টাকা ছিলো বলে আামদেরকে জানিয়েছে। আমরা এখন বিষয়টি তদন্ত করে দেখছি।”

   

About

Popular Links

x