Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

ডাকসু নির্বাচনে অনিয়ম: ঢাবি শিক্ষকের পদাবনতি

এর  আগে ডাকসু নির্বাচনের সময় বিভিন্ন অনিয়মে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শবনম জাহানকে তাৎক্ষণিকভাবে হলের প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছিল

আপডেট : ২১ জুলাই ২০২০, ১২:১৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ২০১৯ সালের নির্বাচনে অনিয়মের সাথে জড়িত থাকার অপরাধের শাস্তি হিসেবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পদাবনতি হয়েছে। সংশ্লিষ্ট তদন্ত সংস্থার প্রতিবেদন জমা দেয়ার পরে সোমবারের (২০ জুলাই) সিন্ডিকেট বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

শাস্তি হিসেবে কুয়েত মৈত্রী হলের তৎকালীন ভারপ্রাপ্ত প্রাধ্যক্ষ ড. শবনম জাহানকে সহযোগী অধ্যাপক থেকে সহকারী অধ্যাপক পদে অবনমন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাবির সিন্ডিকেট সদস্য ড. মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, গত বছরের ডাকসু নির্বাচনের সময় বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের ভোটগ্রহণে অনিয়মের সাথে ওই শিক্ষকের জড়িত থাকার বিষয়টি প্রমাণিত হওয়া এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৯ সালের ১১ মার্চ দীর্ঘ ২৯ বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের ভোটে অনিয়মে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শবনম জাহানকে তাৎক্ষণিকভাবে হলের প্রাধ্যক্ষের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছিল।

About

Popular Links