Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

বৃষ্টি থাকবে আরও ৩ দিন

মঙ্গলবারের আবহাওয়া বুলেটিনে বলা হয়, দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে

আপডেট : ২১ জুলাই ২০২০, ০১:০৯ পিএম

দেশে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা আগামী ৭২ ঘণ্টা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (২১ জুলাই) এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া বুলেটিনে বলা হয়, দেশের সব বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় বিরাজ করছে বলে আবহাওয়া অফিস জানায়।

তাদের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীতে ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

একই সময়ে আবহাওয়া অফিস দেশজুড়ে ৯২৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে এবং তার মধ্যে সর্বোচ্চ ১০১ মিলিমিটার ছিল কক্সবাজারে।

   

About

Popular Links

x