Saturday, April 19, 2025

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাসের ওষুধ ফাভিপিরাভিরের কার্যকারিতা নিয়ে খুলনায় গবেষণা শুরু

‘মোট ১০০ জন রোগীর ওপর এই গবেষণা কার্যক্রমটি চলবে। এটি খুলনা ট্রায়াল নামে পরিচিত হবে’

আপডেট : ২২ জুলাই ২০২০, ১০:০৬ পিএম

খুলনা মেডিকেল কলেজের (খুমেক) জুনিয়র মেডিসিন কনসালটেন্ট ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাসের নেতৃত্বে করোনাভাইরাসের ওষুধ ফাভিপিরাভিরের কার্যকারিতা নির্ণয়ে বৈজ্ঞানিক গবেষণা শুরু হয়েছে। 

গবেষণায় কো-ইনভেস্টিগেটর হিসেবে আছেন খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. এস কে বল্লভ, সহযোগী অধ্যাপক ডা. শেখ ফরিদ উদ্দিন আহম্মেদ, খুলনা মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের ইনডোর মেডিকেল অফিসার ডা. তাহমিদা খানম, ডা. মাইনুল হক, ডা. রিশন ও ডা. অভিজিৎ।

এ বিষয়ে গবেষণাদলের প্রধান ডা. শৈলেন্দ্র নাথ বিশ্বাস বলেন, “খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ড ও করোনা ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসাধীন করোনা রোগীদের ওপর এই বৈজ্ঞানিক পরীক্ষা চলবে। এটি বুধবার থেকে শুরু হয়ে সেপ্টেম্বর মাস পর্যন্ত চলবে। মোট ১০০ জন রোগীর ওপর এই গবেষণা কার্যক্রমটি চলবে। গবেষণা শেষে এটি আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হবে। এটি খুলনা ট্রায়াল নামে পরিচিত হবে।”

তিনি আরও বলেন, “ফাভিপিরাভির জেনেরিক নাম। এটির ঢাকায় ট্রায়াল শেষে এটির ট্রায়াল খুলনায় অনুষ্ঠিত হচ্ছে। এখান থেকে প্রাপ্ত তথ্য উপাত্তের ভিত্তিতে এই ওষুধটির কার্যকরিতা নির্ধারণ করা হবে।”

   

About

Popular Links

x