Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক এ বি এম খুরশীদ আলম

অধ্যাপক ডা. খুরশীদ আলম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন

আপডেট : ২৩ জুলাই ২০২০, ০৮:৩২ পিএম

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক (ডিজি) হিসাবে অধ্যাপক ডা. এ বি এম খুরশীদ আলমকে নিয়োগ দিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান ঢাকা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, অধ্যাপক ডা. খুরশীদ আলম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

এর আগে করোনাভাইরাস সংক্রান্ত নানা জটিলতা ও অনিয়ম নিয়ে ব্যাপক সমালোচনার মুখে মঙ্গলবার পদত্যাগ করেন স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক ডিজি ডা. আবুল কালাম আজাদ। তবে, পদত্যাগপত্রে কারণ হিসেবে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন তিনি।

পরদিন বুধবার তার আবেদনপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজি হিসেবে আবুল কালামের সাথে করা সরকারের চুক্তি স্থগিত করা হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয়ের নতুন পরিচালকের নাম ঘোষণা করা হলো।

উল্লেখ্য, মে মাসে স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক পরিচালক ডা. আবুল কালাম আজাদ নিজেও করোনাভাইরাসে আক্রান্ত হন। হাসপাতালে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হন তিনি।

 

   

About

Popular Links

x