Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট ২ শ্রমিকের মৃত্যু

ট্রলারের ছাদে বাঁশের মাচায় বসে থাকা অপর তিন শ্রমিক পানিতে ঝাঁপ দিয়ে নিজেদের রক্ষা করেন

আপডেট : ২৩ জুলাই ২০২০, ১১:১৯ পিএম

গোপালগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাশিয়ানী উপজেলার সিঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিঙ্গা গ্রামের সুজিত সমাদ্দার (৩৭) ও খড়লিয়া সিঙ্গা গ্রামের গোবিন্দ বিশ্বাস (৩৫)।

গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) লিয়াকত হোসেন জানান, মাটি কেটে ট্রলার ভর্তি করে সিঙ্গা পশ্চিমপাড়া গ্রামের শ্যামল দত্তের বাড়িতে যান পাঁচ শ্রমিক। মাটি নামিয়ে দিয়ে ফেরার সময়  শ্যামল দত্তের বাড়ির পেছনে ট্রলারটি বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়। এতে ট্রলারে লোহার অংশে বসে থাকা দুই শ্রমিক সুজিত ও গোবিন্দ বিদ্যুৎস্পর্শে মারাত্মক আহত হন।

এ সময় ট্রলারের ছাদে বাঁশের মাচায় বসে থাকা টিটু বর (৩০), রথিন বিশ্বাস (২৬) ও সুজিত বিশ্বাস (৫০) পানিতে ঝাঁপ দিয়ে নিজেদের রক্ষা করেন। 

এসআই লিয়াকত হোসেন বলেন, “স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জানান হাসপাতালে যাওয়ার অনেক আগেই তাদের মৃত্যু হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ওই দুই শ্রমিকের লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।”

   

About

Popular Links

x