বাবার পর সাকিব আল হাসানের মা শিরিন রেজাও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শরীরে তেমন কোনো উপসর্গ না থাকায় তাকে হোম আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (২৩ জুলাই) নমুনা পরীক্ষার ফলাফলে সাকিবের মায়ের করোনাভাইরাস পজিটিভ আসে।
মাগুরা সিভিল সার্জন ডাক্তার প্রদীপ কুমার সাহা জানান, গত ১৯ জুলাই করোনাভাইরাস আক্রান্ত হন সাকিবের বাবা মাশরুর রেজা। এ কারণে গত ২০ জুলাই সাকিবের মা শিরিন রেজার নমুনা নেওয়া হয়।
বর্তমানে মা শিরিন রেজা ও বাবা মাশরুর রেজা দুইজনই সাকিব আল হাসানের মাগুরার বাড়িতে হোম আইসোলেশনে রয়েছেন। সামান্য কিছু উপসর্গ ছাড়া দুজনই সুস্থ আছেন।
বর্তমানে স্ত্রী-সন্তান নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান।