Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের ফেসবুক অ্যাকাউন্ট ক্লোন

‘ইতোমধ্যেই আমি পুলিশ, র‌্যাবে বিষয়টি জানিয়েছি। তারা তদন্ত করছে’

আপডেট : ২৪ জুলাই ২০২০, ০৬:০৫ পিএম

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিনের ফেসবুক অ্যাকাউন্ট ক্লোনের অভিযোগ উঠেছে। শুক্রবার (২৪ জুলাই) বিকেলে জেলা প্রশাসক ঢাকা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ ঘটনায় তিনি আইনগত ব্যবস্থা নিয়েছেন বলে জানিয়েছেন।

এর আগে দুপুরে তার ফেসবুক আইডিতে একটি পোস্টে অ্যাকাউন্ট ক্লোনের বিষয়টি নিশ্চিত করেন। পোস্টে জেলা প্রশাসক উল্লেখ করেন, “শ্রদ্ধেয় শুভাকাঙ্খীবৃন্দ, এই আইডি হুবহু নকল করে অনেকের কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে প্রতারক। মেসেঞ্জারে বিভিন্ন প্রকার কথোপকথন করছে এ বিষয়ে সকলকে সতর্ক থাকতে অনুরোধ করছি। আমি আইনগত ব্যবস্থা নিয়েছি, পুলিশ সুপার নারায়ণগঞ্জ, পাবনা পুলিশ সুপার, র‌্যাব-১১ সহ সংশ্লিষ্টদের জানিয়েছি। সবাইকে সতর্ক থাকার অনুরোধ করছি।”

এ বিষয়ে জেলা প্রশাসক জসিম উদ্দীন ঢাকা ট্রিবিউনকে বলেন, “ইতোমধ্যেই আমি পুলিশ, র‌্যাবে বিষয়টি জানিয়েছি। তারা তদন্ত করছে।”

ঘটনার সত্যতা নিশ্চিত করে  জেলা পুলিশ সুপার জায়েদুল আলম ঢাকা ট্রিবিউনকে জানান, “এ ব্যাপারে তাকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করতে বলা হয়েছে। আর ওই আইডিটি বন্ধের জন্য ফেসবুক কর্তৃপক্ষের সাথে যোগাযোগের জন্য বলা হয়েছে।”

   

About

Popular Links

x