Saturday, April 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত মন্তব্য করবে না : শ্রিংলা

শ্রিংলা বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়।

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৩৫ পিএম

বাংলাদেশের আগামী সাধারণ নির্বাচন নিয়ে ভারত কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা।

আজ বুধবার পররাষ্ট্র সচিব মো. শহীদুল হকের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে হাইকমিশনার এ কথা বলেন।

শ্রিংলা বলেন, ‘এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার।’ এ বিষয়ে ভারত কোনো মন্তব্য না করার অবস্থান নিয়েছে বলে জানান তিনি।

এসময় গত ৩০ ও ৩১ আগস্ট কাঠমান্ডুতে অনুষ্ঠিত চতুর্থ বিমসটেক সম্মেলনকে অত্যন্ত সফল বলে উল্লেখ করে ভারতের হাইকমিশনার। 

শ্রিংলা বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বিমসটেককে খুবই গুরুত্বপূর্ণ আঞ্চলিক গোষ্ঠী হিসেবে বিবেচনা করেন, যা এ অঞ্চলের বিপুল সংখ্যক মানুষের আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে।

শ্রিংলা আরও বলেন, পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে তারা মূলত বিমসটেক সম্মেলন নিয়ে কথা বলেছেন। সেই সাথে ঢাকা ও নয়া দিল্লিতে আসন্ন বৈঠকের বিষয়ে আলোচনা হয়েছে।

উন্নয়ন সহযোগিতার অংশ হিসেবে চলমান কিছু প্রকল্প নিয়েও কথা হয়েছে জানিয়ে ভারতের হাইকমিশনার বলেন, একটি প্রকল্প হলো আরও ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ। আগামী দিনগুলোতে যোগাযোগ ও জ্বালানি খাতে অনেকগুলো প্রকল্প আসবে। 

   

About

Popular Links

x