Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

টাঙ্গাইলে ট্রেনের ইঞ্জিন-বগি লাইনচ্যুত, ৯ ঘণ্টা পর রেল চলাচল শুরু

রবিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১০:০৫ এএম

টাঙ্গাইলে একটি ট্রেনের তিনটি বগি ও একটি ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার প্রায় ৯ ঘণ্টা পর উত্তর ও দক্ষিণবঙ্গের রেল চলাচল স্বাভাবিক হয়েছে। রবিবার (২৬ জুলাই) সকাল ৯টার দিকে ট্রেন চলাচল পুনরায় স্বাভাবিক হয়।

এর আগে শনিবার রাত সাড়ে ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রামগামী একটি ট্রেন টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পারের স্টেশনের কাছে পাথাইলকান্দি বাজার এলাকায় পৌঁছালে হঠাৎ করে তিনটি বগি ও একটি ইঞ্জিন লাইনচ্যুত হয়ে পড়ে। এতে রাজধানী ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

এই ব্যাপারে বঙ্গবন্ধু সেতু পশ্চিম পারের সহকারী স্টেশন মাস্টার আব্দুল মান্নান ঢাকা ট্রিবিউনকে জানান, লাইনচ্যুত হওয়ার পর ঢাকা থেকে একটি রিলিফ ট্রেন এসে উদ্ধারকাজ শুরু করে। পরে ওই ট্রেনের বগিগুলো ও ইঞ্জিন উদ্ধার করে সকাল ৮টার দিকে রেল চলাচল স্বাভাবিক করা হয়। 

এর প্রায় একঘণ্টা পর নীলফামারী থেকে ছেড়ে আসা ঢাকাগামী নীলসাগর নামের একটি ট্রেন যাওয়ার মধ্যে দিয়ে রেল চলাচল পুনরায় শুরু হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

   

About

Popular Links

x